ভেবেছে আজ থেকে আর কোনো
Intersection point রাখবে না
চলবে সমান্তরালে
With the expectation
হুড়মুড় করে আমি ঘাড়ে এসে পড়বে কখনো
আসলে তুমি হতে চাও কেন্দ্রবিন্দু
আর সোজা সরল আমাকে
বাঁকিয়ে নিয়ে বানাতে চাও বৃত্ত
কিন্তু এই বৃত্তান্ত নয় নিতান্ত সহজপাচ্য়
আমি তো ত্রিভুজ নয়
খাটবে না কোনো উপাদেয়
বরং পারলে আর একটু এগিয়ে
সত্যি সত্যি connected হতে হলে
বুঝে নিও graph theory র Euler's theorem