ধর একটা ছবি
সেটা হতে পারে জলছবি
অথবা ক্যানভাসে ফুটে ওঠা সত্যিকারের ছবি
এখন ধরো আমার মনের মধ্যে অকারণে
যদি একটা আবছা ছবি উঁকি মারে
যেটা প্রায় সত্যি একটা ছবি
আর সেটা যদি ছায়াছবি র মত প্রাণবন্ত হয়
আর ধরো তার কলাকুশলীরা রোজ
আমার ঘুমের মধ্যে আড্ডা জমায়
আর ধরো ঘুমের পরেও আমি যদি
সেই আড্ডা টা বজায় রেখে চলি
আর তার মধ্যে ধর যদি একটা
রাধা কৃষ্ণের প্রেম ক্যানভাসে ফুটিয়ে তুলি
তাহলে কি তোমরা ধরে ফেলবে
আমার মনের আয়নায় লুকিয়ে রাখা
জলছবি র ইতিহাস?