সে যদি রোদে ভেজে -জলের দায় ,বিপ্রতীপ আমি জ্যোৎস্নায়
কারো কারো ভূরি ভোজ নিশ্চিত করে উপবাস
সূর্য আর মেঘ লুকোচুরি খেলে আকাশের গায়ে
চাঁদের সাথে মেঘের ভাব,সূর্যের ও আড়ি তো নয়
সমুদ্রের ঢেউ বালিতে আছাড় খায়, এ ওদের পুরোনো সঞ্চয়
সব্বাই সবার কাঁধে রাখে হাত, বাতাস আর গাছ
শুধু তুমি আমি খুঁজে নিই হন্তারক উপাধি উপহার, নিভৃতে বকুল গন্ধময়
বসন্ত নিয়ে আসে নতুন পাতা,শীতার্ত শুকনো ডালের শরীরে
ছেলে-মেয়ে প্রেম লেখে বেল পাতায়
হারিয়ে ফেলেছে মন স্বপ্নের জপমালা, দেবদারু গাছ
সমাজ, সাম্য কিম্বা নাস্তিকতা বাদ এসব কথার মালা
মজবুত ছাদের খোঁজে - বাঁচবার ভীষণ লড়াই
আমরা কেটেছি পা ধারালো শামুকে- মুক্তা র লোভ
যদিও প্রচুর ছিল প্রকৃতির হাতে-হাহাকার
ভালোবাসা আঁকবে ই প্রাণ -
অন্তরালে লালে ভেজে সবুজ ক্যানভাস-