রাত তখন গভীর ঘুমে, হঠাৎ সাদা ক্যানভাস আড়মোড়া ভেঙে উঠে বসল নদীর চরে
এক খালি গা নুলিয়া , তার নীল রঙের গায়ে সাদা দিয়ে নানা ট্যাটু
না তার হাতে জ্বলন্ত মশাল নেই, শুধু সে মাথা উঁচু করে হাঁটছিল
তার সবুজ হলুদ চুল বাতাসে এলোমেলো
আর রাতের জ্যোৎস্নার রাজ্য থেকে যে পরী টি নেমে এল তার একরাশ কালো চুল
গায়ে রং গোলাপী, লাল ঠোঁট, মুখের রং হোলি র দিনের মতো মাল্টি কালার
সে তার যৌবন ভেঙে ভেঙে হাঁটে, তার শরীরের ঘামে গণতন্ত্র
আর দুটো ছোট শিশু একজন গ্রে আর একটি দুধে আলতা
তাদের গায়ে স্বাধীনতার পতাকা
এরা সব কেউ কারোর কেউ নয়, শুধু ভালোবাসা দিয়ে ঘর বেঁধেছে
আমার ক্যানভাসে বানিয়েছে ঘরবাড়ি যে যার নিজের মত
কেউ ওদের দেশ,কাল, নো মান'স ল্যান্ডের গল্প শোনাবে না
আমার ক্যানভাসে বর্ণ বিদ্বেষ নেই