একটা নিকষ কালো রাত অগুনতি তারাদের ভীড়ে
হারিয়ে যাচ্ছে আমার ক্যানভাসের নাভীমূলে
এক একটা তারার মিটমিট নিয়ে আসছে অসংখ্য প্রিয় মুখ ফ্ল্যাশব্যাকে
সপ্তর্ষিমণ্ডল মানেই প্রশ্ন চিহ্ন ঝুলন্ত আসমানি নৌকায়- অশনি সঙ্কেত
অরুন্ধতীর মাথার উপর সাদা পাল
আমাদের চাঁদের সাম্পান ভেসে চলে হালকা নীল আভায়
হাজার বছর ধরে রোজ হৃদয়ে লেগেছে ঘুম জোনাকির আঁখি পল্লবে
ছিঁড়ে কুটে ছারখার হয়ে যাচ্ছি নীরবতার গোলাপী অত্যাচারে-
জানলা দিয়ে ঝড় শনশন করে ছুটে আসছে
সমস্ত জল রং শুকিয়ে জীবনের সব লোভ বন্যা হয়ে ভেসে যাবে?
উদাত্ত শকুন বসে ছিল গাংচিলের ডানাতে ভর করে, সাথে রাত চরা পেচক
ধ্রুবতারার চোখ খুবলে নিয়ে উড়ে চলল দূরে -বহু দূরে, আমি অন্ধ নাবিক
ধরবে কি আমার হাত? হে ঈশ্বর-