রাত গুলো বাসা বাঁধে রাতের কোটরে
রামরাজ্যে সূর্যদেবের নাই কোনো কাজ
তার থেকে জ্বলবে চিতার মশাল অবিচ্ছিন্ন
আজ শুধু সীতাই নয় প্রজাদের ও দিতে হবে অগ্নি পরীক্ষা
রাজাকে প্রশ্ন করা ভীষণ অপরাধ, রাজা তো সহনশীল নয়
রাত শুধু একা হাতে আগলে রাখতে চায় অস্থির সময়
পোকার মতন মানুষ দিশেহারা ছুটে চলে চিতার দিকে
রামরাজ্যে শুধু ভক্তি অবিচল
ওষুধ বিষুধ টিকা বিজ্ঞান যা কিছু অর্জিত ধন এই শতাব্দীর
ধূলোতে মিশিয়ে দাও, ওরা যাক মাটির গভীরে
গোমাতাই আসল রক্ষাকবচ,সমস্বরে বলো সকলে
রামরাজ্যে গোমাতার জয়
হিন্দু মুসলিম ধর্মের কল বাতাসে নড়ে
এই সব জমাট অন্ধকারে তবু ও
জোনাকিরা ফসফরাস জ্বালে তর্কের খাতিরে
প্রহরীরা সতর্ক হাতে তরোয়াল সাম্লায়
জোনাকির ডানা সব ছেঁটে দিতে চায় ওষুধ মগজ ধোলাই
জোনাকিরা জমায়েত হবে একে একে মূর্তির মাঠে
মারবেই দড়ি ধরে টান, রাজা হবে খান খান-