আমি ও আঁকি তোমার সাথে চলো
রাত দুপুরে অনেক সবুজ আলো
নিয়ন জ্বলে তখন তোমার চোখে
স্বপ্নগুলো কিনবে কিলো দরে
সোঁদা মাটির গন্ধ বিলায় যারা
সেসব মেঘে জলপাই রঙ ধরে
জংলা পাহাড় নিজের মতো করে
ঝরনা বুকে আলপনা দেয় ঝুঁকে
সেসব ছবি বুকের আঁচল জুড়ে
আকাশ পাতাল উথাল করা সুখে
মুহুর্তদের কুড়িয়ে নিয়ে বুকে
চুপটি করে স্বপ্ন দেখে ঘুমে