ভালোবাসা টালোবাসা খুব ভারচুয়াল জিনিস

তার থেকে ভালো বাসার বরং কিছু টান থাকে

গরমের দিনে এ.সি, শীতের দিনে রুম হিটার

গরম ভাতে দু পিস চিকেন আর একখান ভেটকির পাতুরি

ছুটির দিনে গরম হিংয়ের কচুরি

ধুলো ঝাড়া পরিষ্কার বিছানা ছিমছাম  গোছানো

তার সাথে এক আধ ছটাক অপেক্ষা পেলে

দিনরাত খাটতে পারি আমি,

একখানা সাদা,সুতোর কাজের চাদর কিনবো বলে-