ভীষণ জটিল একটা সরল,মাথার মধ্যে অঙ্ক ঘোরে,

ঘুমেও যারা স্বপ্নে ঘোরে, তাড়াই তাদের কেমন করে?

উপন্যাস চরিত্ররা সত্যি সত্যি পাশেই ঘোরে

রঙ তুলিতে লুকিয়ে নিলেই , মাথার মধ্যে হিসেব ওড়ে

লাভ ক্ষতির তো হিসেবটা নয়,হিসেব শুধু সঠিক থাকার

একটা অক্ষে পৃথিবী ঘোরে,

একটা জীবন বেঘোর হলে,ধরবে কে হাল পানির তোড়ে

নামতা পড়ে ভয় কাটালে , বিপদ কি আর যাবে সরে?

মাথার মধ্যে অঙ্ক ঘোরে, সুপার সোনিক হাওয়ার স্পিডে

তাড়াই তাদের কেমন করে,ঘুমেও যারা স্বপ্নে ঘোরে?