একটা খাদ যুক্ত প্রেমের গল্প
ছেলেটা পাহাড় ভালোবাসত, দুহাত ছড়িয়ে দিয়ে যতটা ধরে
কুয়াশা ঠোঁটের ডগায়
ঝরণারাও কুড়িয়ে পেত খানিকটা তার হাসি
মেয়েটি ভালোবাসত
কেউ তাকে, ভালোবাসলেই ভালোবেসে ফেলত
তার বাড়ি ছিল নদীর চরে,
মাঝেমধ্যে বন্যা এলে ভেসেই যেত স্বশরীরে
নদী আর পাহাড়ের মিলমিশ হওয়ার পিছনে
মনে হয় হাওয়ার কোন ফন্দি ছিল
খাদের ধারে খুব আড়ালে জলের ফোঁটা বন্দী ছিল
ছেলেটা পাহাড় ভালোবাসত আর কেউ তাকে, ভালোবাসলেই ভালোবেসে ফেলত মেয়েটি
পাহাড়ে বেড়াতে গিয়ে প্রথম সূর্যদয় দেখার আগে মেয়েটি ছেলেটিকে দিল এক ধাক্কা
খাদের ধারে-
আগের রাতে ছেলেটি মেয়েটির জমিয়ে রাখা পলির স্তনে খাদের চিহ্ন এঁকে দিয়েছিল -