আমরা একসময় স্বপ্ন দেখতাম
আমাদের বাড়ির দরজাতে ছিটকিনি লাগাতে হবে না
থাকবে না তালা চাবির প্রয়োজন
সব্বাই হেসে বলত আরে কি বোকা দেখো চোরে এসে চুরি করে নিয়ে যাবে তো
আমরাও হাসতাম
সযত্নে ঘর সাজালাম আগল ছাড়া
ঘর থেকে সু চতুর চোর এসে নিয়ে গেল ফুলদানী রূপার
তাই দেখে কাঁদলাম খুব
সব্বাই বলল উচিত শিক্ষা হয়েছে , যেমন বোকামো
খোয়া গেল তো দামী আমন ফুলদানীটা
ফুলদানী যখন কোথাও তো ফুল ধরে ঘর সাজাবেই ও
তার জন্য দুঃখ পুষে রাখিনা
আবার পরিশ্রম করে আরো সুন্দর একটি কিনে আবার সাজালাম ঘর
চোরটিও ছিল তকে তকে ভাবছে কি ভীষণ বোকা
আবারো নিয়ে গেল এসে, এই ভাবে বারবার
ভাবছে কি হদ্দ বোকা একটা মেয়ে বাপ রে বাপ
আমি শুধু অপেক্ষা করছি কবে সে মানুষ হবে
নিজের উপার্জনে একটি ফুলদানি কিনে এনে
আমার ঘর সাজানোর জন্য উপহার দিয়ে যাবে
আমি জানি, আমি বিশ্বাস করি
একদিন আসবে যেদিন ছুতোর দরজা বানাবে সব ছিটকিনি ছাড়া-