এক একটা দিন , সব ছায়া রোদ খেয়ে নিল
এলোমেলো ছড়ানো উঠোন ,লেবুফুল
অপেক্ষার ধৈর্য্যে বাঁধ দিয়ে বানিয়ে রাখছি ব্যারেজ
ঈশ্বরের পিতারা দিবা নিদ্রায়, আরাম কেদারা আনন্দ পায়
পিটিসানে ভরাচ্ছে সই প্রতিবাদে
চিত্রগুপ্তের খাতার পাতা শেষ হয়ে এলো বোধহয়
শ্মশানের চুল্লি ও ক্লান্ত শরীরে আঙুলে ভোটের ছাপ কর গুনে নিল
সবই তো আগুনের দায় -
আগুন জ্বালাতে ও লাগে যতটুকু অক্সিজেন - অপচয়
আজ শুধু প্রেম চারিপাশে- চৈতন্য হরিধ্বনি দেয়