বাতাসের কানে বলেছি সে কথা
চুপচাপ বসে থাকি অশ্রু বিলাসিতা
চোখে চোখ রেখে সহস্র মাইল সেতু
স্তব্ধতা বিনিময়ে উষ্ণতা হিমাঙ্ক ছুল
দূরত্ব আসলে তো শুণ্য় আসমুদ্র
গোলপি দিগন্ত জুড়ে কস্তুরী ঘ্রাণ
নীরবতা বয়ে চলে নিঃশব্দ ম্লান
আলাদা আলাদা বৃষ্টির সিক্ততা
মহাশূন্যে ভাসমান দুটি নীহারিকা