ভুলে যাব ভাবি তোমায়
মিথ্যা এ সময়ের অপচয়
দেখব না আর ও মুখ, শুনবো না কোনো কথা
এ আমার নিজের প্রতি নিজের প্রত্যাশা
কিন্তু বরাবর ই জানো আমি অগোছালো
নেই কোনো প্রত্যাশা পুরনের দায়
তবু আড় চোখে চাই ওই দুটি চোখ
সমস্ত অনুভূতি স্পর্শকাতর
আকাশের নীলে আর প্রতি প্রশ্বাসে
মিশিয়ে ফেলেছি তোমায়
চোখের জলে রাখা ছাড়া
আর কোনো রাখিনি উপায়
আমার অন্তরের চির দুঃখবিলাস