ধীরে ধীরে চাঁদ হল সাড়ে এগারো আনা , পূর্ণিমা ধরা দেবে শিগগিরি জেলেদের জালে
একে একে সব রং গিলে নিয়ে রাক্ষুসে সাদা ক্যানভাস
আমার সাদা ফিনফিনে ওড়নার সাথে ম্যাচ করে তুমি ও সাদা পাঞ্জাবী
রাঙা পলাশ আমি খোঁপা তে গুঁজি নি, গলায় দিই নি মালা , পৃথিবীর গভীরে অসুখের সুখ
যদি ও বসন্ত এসেছে গত দেড় মাস, কোকিলেরা আমার বাড়ির রাস্তা ছেড়ে ধরেছে বাইপাস শটকাট
সূর্য ও লোভে পোড়ে ভোরবেলা উঠে পড়ে গনগনে তাজা
তবু ও আমার তুলির লোভ রং আর প্যালেটের
খোঁজে দোল পূর্ণিমা