আলো, যারা শুধু আলেয়া ই নয়
তারা যদি ডাক দিয়ে যায়
মাটি ভেঙে বানিয়েছি মেঠো আল পথ
আমি ও আটকে গেছি রাতের আঁচলে
জ্যোৎস্নায় বুনেছে জাল মৃত্যুবাহী ট্যারেন্টুলা
প্রেম সেতো ফুসফুসে ধোঁয়ার আঘাতে
কুরুক্ষেত্র বানিয়েছি স্বপ্নের তটভুমি ময়ুরের গাঢ় নীল রঙ
এই সব মায়াবী তারা, ছেড়ে যেতে দাও আকণ্ঠ রোদে
সভ্যতার খোলস ছেড়ে চন্দন বনে
গাছেরা ও মিতালী পাতায় ,আকাশের গায়ে নো ম্যান'স ল্যান্ড
কাঁটাতার এখনো পড়েনি
প্রতিদিন শরীরের কোষে জমা করি স্বরলিপি
হয়তো বা ফিরে যাব একদিন প্রেমে
জমা অভিমানে ধূপ ধুনো জ্বেলে