তোমাকে  চিঠি লিখবো বলে

একশ বছর ধরে কান পাতি গাছের হৃদয়ে

পাহাড়ের গায়ে থাকা সহজ কুয়াশা,ঝর্ণার রিনিরিনি সুর

জিম করবেটের বাঘের ডাক,আমার গ্রামের বাড়ির পাখির হাট

এইসব পরশপাথর ,সংগ্রহ করেছি বিস্তর

তবুও খুঁজছি আমি পৃথিবীর সেইসব ধূলো

যা দিয়ে যাবে দু চারটে সোনার অক্ষর

যার দিকে তাকালেই তুমি স্পষ্ট দেখতে পাবে আমার হৃদয়ের মানে

আর চোখে নাটরের বনলতা সেন