একটা নদী ছিল আঁকা বাঁকা
আর তাতে ছিল সমুদ্রের ঢেউ
আর তার বুকের নুড়ি গুলো
আসলে ছিল ভিসুভিয়াসের কণা
জ্বলন্ত ঢেউ এসে মাঝে মধ্যে
আমাকে আকণ্ঠ পোড়ায়
শরীর আমার কাঁচা কাঠ পোড়া
জলপাই গন্ধ বিলায়
এ নদী সাগরে মেলে নি
মরুভূমি সঙ্গম স্থল পিপাসার্ত মোহনা
সমুদ্রে ভেসে আসা পোড়া চিতা র চন্দন কাঠ
সহ মরণের পূণ্য় ভাগ যেচে যায়
নববধূ ঢেউয়ে চড়ে কড়ি খেলে যায়