এবার ভাদ্রে মন খারাপের মেঘ
অশ্রু দিয়েছে তার কাজে মুলতুবি
এলোমেলো চুল, মন ভরা উদ্বেগ
মনের মধ্যে খুচরো পাপের রেশ
দমকা হাওয়া মেঘের নৌকা চড়ে
নোঙর ফেলেছে নিঝুম বারান্দায়
দুই চোখে তার মহা সমুদ্র পাড়ি
যেন তার মন মাস্তুল খুঁজে পায়
শহর এখন বন্দি রয়েছে ঘরে
অলি গলি জুড়ে বাঁশের ব্যারিকেডে
তার দৃষ্টি যত দূর দেয় পাড়ি
চশমার কাচে অবসাদ ধরা পড়ে
খেয়াল করেছো তুমি? তারা রা এখনও জানে
ভালোবাসা তার চশমার কাচে আঁকা-
চশমার ফ্রেম খুঁজে দেখে তার মানে
রোজ রাতে লেখা বেনামী চিঠি ও একা
খুঁজে পায় তার ঠিক ঠিকানা টা |