এক টুকরো আকাশ যদি কিনতে পারতাম
ছোট্ট বেলার পেন্সিল বক্সে জমানো রামধনুর টুকরো দিয়ে
মেঘের গায়ে ছড়িয়ে দিতাম রং
আর মেঘ গুলো যখন ঝরে পড়ত আলাদা আলাদা রঙের বৃষ্টি হয়ে
আমি দুহাতে লোকসান কুড়তাম
.
এক টুকরো রামধনু যদি কিনতে পারতাম
কৈশোরের ম্য়গনিফাইন গ্লাস টা দিয়ে
আমার জানালায় আকাশ নেমে আসত
আমি আকাশের গায়ে ভাসিয়ে দিতাম উড়ো চিঠি
.
এখন আমি একটা ম্য়গনিফাইন গ্লাস কিনতে চাই
যার তলায় হাত পাতলে ই স্পষ্ট দেখা যাবে
নখের ডগায় জমে থাকা প্রতি কণা ময়লার ইতিহাস
কিন্তু ম্য়গনিফাইন গ্লাসের মালিক কোথায় পাবো
আর দাম হিসাবে দেবার মত সরল মনটা
মেকি ভালোবাসার বাজার হাট