পুরনো স্লেট মাঝ বরাবর ফাটল বুকে পড়ে আছে, হলুদ পাতার বর্ণপরিচয়
প্রতুল মুখোপাধ্যায় যে সাঁকো টা দাঁড় করিয়েছিলেন বড্ড নড়বড় করছে
মেয়েকে ভর্তি করিয়েছি ইংলিশ মিডিয়াম, ঠেলেঠুলে বাংলা তার ফোর্থ ল্যাঙ্গুয়েজ
তবুও সক্কাল বেলা চায়ের কাপে  আনন্দ বাজারের মুখ, কি গভীর সুখ
এখনো আমি বিদেশ ভ্রমণের স্বপ্ন বাংলাতেই দেখি
আদ্যোপান্ত কর্পোরেট অফিসের লাঞ্চব্রেকের পি.এন পিসি দিব্বি বাংলার অনুপ্রবেশ
আমার চেতনা কিংবা অবচেতন সবটুকু জুড়ে জুড়ে
জসিমুদ্দিন লিখে চলেন নক্সি কাঁথার মাঠ
সেই সব ধুলোবালি উড়ে বাংলার মাঠে প্রান্তরে
কিম্বা ফ্ল্যাট বাড়ি ভরা কংক্রিট জীবনে
স্বরলিপি লিখে চলে বাংলা তে-
ফেব্রুয়ারির ২১ শে গাইবে বলে