তুমি নেই কোত্থাও সেটা ও কল্পন‍া করে নি বেশ

অভ্যাস নতুন করে তৈরি হতে আঠারো দিন মোটে

প্রচণ্ড ভয় হয় মাঝে মধ্যে

যদি কোনো দিন আদান প্রদান শেষ করে দিয়ে

শুধু থেকে যাও, আসলে না থেকে; অভ্যাস বসে-

তার থেকে তুমি আমায় ঠেলে ফেলে দিও নায়েগ্রার স্রোতে