সারাদিনের ঘ্যানঘ্যানে বৃষ্টির পর্দা সরিয়ে আজ আমার রোদে ভেজবার ডেট
মেঘের আঁচল থেকে খুচরো ধূলিকণা চুরি করেছে কাঞ্চনজঙ্ঘা
আলসেমি আর কুঁড়েমি জমা হচ্ছে খাটের কিনারায়
আমার শহরে ফিরতে পারবো আর কোনোদিন?
অমার শহরে বৃষ্টি পড়বে টানা ন দিন- আমি ফিরে গেলে
ধুয়ে দেবে রাস্তাঘাট, বারো মাসের জমা কান্না অভিমান
মিস করছি খুব আমার শহর, আমার নিজের ঘরটাকে
আর হ্যাঁ আপনাকে ও মিস্টার ড্যাশ
অনেক দিন তো হলো চুপচাপ...ধুলো জমা চশমার কাঁচ
একদিন পাঠাবোই ঠিক পাট ভাঙা বৃষ্টির মেঘ-
খুলে রেখো জানালার কাঁচ , মুছে রেখো ভাঙা হ্যারিকেন -আলোর আশ্বাস