জোনাকি যখন মুখ ধুয়ে নেয় জ্যোৎস্না ধারার বুকে
আয়না যখন চোখ তুলে চায় সন্ধ্যা তারার দিকে
আমিও বাড়াই আমার দুহাত বৃষ্টি মুষল ধারে
তুমিও বোধহয় দাঁড়াও তখন নিজেই নিজের পাশে
একশ নদীর যেসব সাঁকো পাড়ের আশায় বসে
আলপনা দেয় জলের উপর আঙ্গুল ছুঁয়ে দিয়ে
হাওয়ার গায়ে লিখল তারা সবাই মিলে এসে
তোমার সঙ্গে আস্ত আড়ি মেঘ পিয়নের দেশে