১
আমি তোমার নতুন ধানের দিন
হাত দিয় ছুঁই
একলা একা দিন-
.
২
স্বপ্ন দেখার পালা
আমার ফুরিয়ে গেছে ঐ
.
৩
ক্লান্ত ধানের শিষে
একটি শিশির কণা
আমার চোখের কোলে
দুঃখ জড় করে
.
৪
সমস্ত রাত জুড়ে-
আমি তোমার বুকেই শুই
তবু তোমার হদিশ কই
চাঁদের দিকে চেয়ে
.
৫
আমি একলা কুড়াই জুঁই
তুমি গাঁথবে মালা কবে?
তুমি আসবে কাছে কবে?