আমার ছাদের উপর শ্রাবণের কালো মেঘ
জানলা দিয়ে অস্পষ্ট দেবদারুর ছায়া
রাতে বাঁদুড়ের ফিসফাস
বাকিটুকু নিরন্তর তোমার প্রশ্বাস
বাঁকা কার্নিশে জোৎস্না ঠিকরিয়ে আসে
আঁখি পল্লবে চুমু দিয়ে যায়
হাজার চাঁদের কণা জুড়ে সেলাই করা আস্ত পূর্ণিমা
ভেসে যেতে চায় শান্ত নদীর ঢেউয়ে
রামধনু যে ভালোবাসা
একমাত্র শঙ্খচিলের ডানা
খুজে পায় তার ঠিক ঠিকানা
আসলে তো এ সব ই
অন্য় এক প্রেমিকের স্বপ্নে হানা