বাঁদিকের তুমিটাতে বেশ আলো খেলা করে
ডান দিকের তুমি নত মস্তক
বাকি সব চেহারারা হুবহু মেলে
শুধু বাঁদিকের যুক্তিবাদি ডান হাতের অস্তিত্ব
ডানদিকের বাঁ হাতকে বিপন্ন করে
ডান আর বাম পিঠোপিঠি অবস্থান
আস্ত একা তুমি ই আমার -
এক আকাশ প্রেমের
এক জীবন অপেক্ষার
জন অরণ্য় পেরিয়ে
মনের নিভৃত কোণে
তোমার আমার গাঢ় নীল সংসার |