জ্যোতির্ময় তোমার কখনো নুলিয়া হতে ইচ্ছা করে ?
মনে আছে সমুদ্রের পাড়ে আমরা রোদ পোহাতাম ছাতা দিয়ে ছেঁকে
মাঝে মধ্যে নাছোড় হাওয়া করে যেত আমাদের ও কিছু এলোমেলো
আমাদের সেই সব এলোমেলো দিন নির্মেদ সুঠাম
আমি হতে চাইতাম নুলিয়া র বৌ, আজ সব ই ফাউ
.
জ্যোতির্ময় কখনো একলা রাতে আকাশের বুকে মুখ রেখে
মনে পড়ে?
তুমি দেয়ালে লিখে যেতে নিষিদ্ধ শ্লোগান
আর আমি জোগান দিতাম তুলি কলম-
এখন তোমার তুলি অনেক বলিষ্ঠ , মাঝে মধ্যে দেখি একাডেমি গ্যালারিতে
শুধু নিষিদ্ধতা ছেড়ে গেছে আমাদের
.
আমার জীবনের রিয়েল হিরো মুখ লুকালো মেকাপের আড়ালে
আমাদের পেত্রভ ,চে, নেলসন, রবসন, কার্ল মার্ক্স নিদেন পক্ষে দেশীয় নেতাজী
মূর্তি বানিয়ে তুলে রেখেছি তাকে,
তাক করে বসে থাকি জন্ম আর মৃত্যুদিনে