ষোলো টি বছর হলো পার
এখনো আমার চৌকাঠ
তোমার পায়ের কড়ে আঙুলের
আলতো ছোঁয়ার অপেক্ষায়-
একটা ঝটিকা সফরে
ঝিরিঝিরি বৃষ্টির দিনে
আসতেই পারো আমার পাড়ার দিকে-
হয়ত বা তুমি সমস্ত অবসর বেচে
সুনাম কিনেছ
অবিরাম ছুটে চলা সামনের দিকে
অভ্যস্ত দৃঢ় পদক্ষেপ-
আমি ও ছুটেছি বিস্তর
সূর্যের মুখোমুখি
ছায়ার অপেক্ষায়
এক মন বাষ্প ভরে নিয়ে
বৃষ্টি হয়ে পড়েছি ও ঝরে
এখনো পর্যন্ত এটাই
আমাদের সাত কাহন-