তোমার থেকে এক পালক দূরত্ব রাখি
এর থেকে কাছে আসা খুব বাড়াবাড়ি
মেঘের বুকের ধূলিকণা
চাঁদের বুকে কলঙ্ক
রেল লাইনের ফাঁক
এরা সব্বাই এক পালকের মাপ
তোমার চোখে আমার অশ্রু কণা
তোমার মনে আমার ঠিকানা
তোমার স্পর্শ , আমার ছোঁয়া
প্রেমের গভীরে ঝিনুক ভালোবাসা
পালকে ভাসিয়ে রেখো কাকেদের নীড়ে