গায়ে তোমার বড্ড বেশি আলো
আমার পক্ষে হাওয়ায় ভাসাই ভালো
হাওয়ার গায়ে হেলান দিয়ে আমি
বসে বসে নক্ষত্র গুনি
মনের কোণে আগুন লাগায় যেন
হাওয়ায় ওড়া নক্ষত্রের কণা
এসব যত আজগুবি কল্পনা
আমার মনেই বেলুন ওড়ায় শুধু
তোমার মনের ওজন বড্ড ভারি
মাটির দিকে নামিয়ে আনে খালি
মাটির বুকে আঁচড় দিয়ে কেটে
বাঘ বন্দির ছক রেখেছে পেতে
ছা গুলো সব দাড়িয়ে আছে ঠায়
বাঘের পেটে যাবার অপেক্ষায়