আজ বৃষ্টির রাত
মেঘ থেকে ছিনিয়ে নিয়েছি জলীয়বাষ্প
তিন দিন ধরে জমা অভিমান দিয়ে ঘনীভূত
একটা ফোঁটা টুপ
টুপ টুপ টুপ
ঝমঝমিয়ে নামবে এবার
চোখ তুলে দেখি
এক মুখ গজ দাঁত হাসি
ছোট্ট একটা কাগজের নৌকা বাড়িয়ে দিচ্ছে আমার দিকে
বিদ্যুৎ মান ভাঙানো আদর দিয়ে যায়