১
ভোরের আলোর এক চিমটি
আর চোখের পাতার আড়মোড়া
২
পাখি সব রুটিন রেওয়াজ
আর মনে আলতো খাম্বাজ
৩
রাত বালিশে ইস্তফা
আর সূর্যের ঝিলমিল
৪
কাজ পোহানো র ডাক
আর ঝাঁপ তালে খালি পা
৫
খোশমেজাজ আস্ত দুপর
আর আড্ডার গায়ে হৈ চৈ
৬
ক্লান্ত বিকেল নিঝুম ঘরে ফেরা
আর চিলেকোঠা র স্মৃতি উপহার
৭
এক আকাশ কালো নিশির ডাক
আর তারা মাখামাখি স্বপ্ন রাত