একটি ছেলে পদ্মার বিলে
ধরছে শাপলার কলি।।
উঠবে এখন রাস্তার পারে,
নিয়ে তার থলি।।
এমন সময় আসলো সামনে,
লাল পরী নীল পরী।।
বালক বলছে নাম কি তোমাদের,
শুধুই লালপরী নীলপরী।।
পরী দুটো বলছে খোকা,
নাম আমাদের অনেক শাখা।।
আমি হলাম পিপীলিকা,
ও হলো রুপ রেখা।।
চাও কী বলো পদ্মফুল,
এনে দেব স্বর্গ কূল।।
#KPR