এক যে ছিল গরীব জেলে,
মাছ ধরতো সে নদীর জলে।
করতো না যে কেউ তাঁর ভর,
চিন্তা ছিল মাথার ভিতর,
রাত পোহালে টাকার দরকার,
কোথায় পাবে এতো টাকা।
কে দিবে তার দর।
এক যে ছিল গরীব জেলে,
মাছ ধরতো সে নদীর জলে?
ছিল জেলের তিনটি ছেলে,
এক ছেলে বড় বলে,
করতো তাকে বেশী আদর।
দুঃখ ছিল বড় ছেলের,
করতে পারেনি লেখাপড়া নিজের ভূলে,
ধরতো যে,সে পাখির ছেলে।
লেখাপড়া তার গেল জলে?
এক যে ছিল গরীব জেলে,
মাছ ধরতো সে নদীর জলে।
#KPR