কাণ্ডারি হয়ে দিয়েছিলে দিশা
জ্বেলে জ্ঞানচোখ কেটে অমানিশা,
পুনর জনম গুরু হয়ে দিলে,
মনের আঁধার হরে মোর নিলে।
দিয়েছ পাথেয় চলার বীথিতে,
লক্ষ্য দিয়েছ জ্ঞানের আলোতে,
দিয়েছ জাগিয়ে দেশপ্রেম, নীতি
আর শিখিয়েছ সামাজিক রীতি।
বলেছিলে সবে সব ক্ষয় হয়,
শুধু জ্ঞান থাকে নেই তার ক্ষয়,
সব নাকি মোরে ছেড়ে যেতে পারে!
শুধু জ্ঞান রবে আজীবন ধরে।
কেউ বলেছিলে বড় হবে তবে
ধনে-মানে নয় জ্ঞান যদি রবে,
জ্ঞানের তৃষ্ণা নাহি যদি রয়,
প্রাণ থাকে বটে রূহ মরে যায়।
কথা,কাজে মিল মহৎ মানুষ
তা যদি না থাকে হবে সে বেহুঁশ,
অন্যায় ধারে যদি কেহ রয়,
সর্বদা নাকি প্রাণী রয়ে যায়!
সত্যদ্রষ্টা যে শিক্ষাগুরু
উদার,মহান তার থেকে শুরু
চিন্তা, চেতনা যা কিছু মহান
শিক্ষাগুরুর কে আছে সমান?
নমি নমি নমি শিক্ষক তুমি,
পুনর্জনম দিয়েছ যে তুমি,
নতুন পথের দিলে সন্ধান
শিক্ষাদাতা যে তুমি সুমহান।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৬+৬
লয় - মধ্যম
ছন্দের নাম - মাত্রাবৃত্ত