আমরা শিশু মানুষ হব,
দেশের তরে কাজ করব।
লেখা-পড়া শিখব মোরা,
কাজের দ্বারা গড়ব ধরা।
জ্ঞান সাধনায় ব্রতী হব,
বড় হয়ে জ্ঞান বিলাব।
দেশের সেবা করব মোরা,
দেখব ঘুরে গ্রহ-তারা।
পথটা ধরি মহৎ জনের
দেব হাসি দুখি মনের
ভালো কাজের সুযশ গাব,
মন্দ হতে দূরে রব।
খেলা ধুলায় অংশ নেব,
সুস্থ মনের শরীর গড়ব।
শিল্প কলার চর্চা করব,
আনন্দে মন ভরে রাখব।
অসত্যরে কহিব না
অন্যায় মোরা করিব না,
পরের ক্ষতি ভাবিব না
পাপকে মনে ধরিব না।
হব না যে ভেকধারী
করব না তো বাবুগিরি,
ছলচাতুরী ভদ্রবেশে!
নিন্দা করব শালীনবেশে।
পরের ক্ষতি করে যারা
নর কখনো হয় কি তারা?
স্বপ্ন দেখি মানুষ হব,
দশের দেশের মঙ্গল করব।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৪+৪
লয় - দ্রুত
ছন্দের নাম- স্বরবৃত্ত