মানব হৃদয় আজ যে হচ্ছে প্রেমহীন
পাশবিকতা, হিংস্রতা বাড়ছে দিন দিন,
কেন এই নিষ্ঠুরতা, খুন, ধৃষ্য, হত্যা?
করিছে অন্যায় নর কাঁপছে না তো আত্মা।
অসত্য, অন্যায়,হিংসা কেন দেশে দেশে
পাপ পথে গিয়ে নর হচ্ছে সর্বনেশে
মনুষ্যত্ব, মানবতা দিচ্ছে জলাঞ্জলি,
চারিদিকে মনে হয় যেন ঘোর কলি!
এমনতর কেন এবে হচ্ছে বার বার?
অন্যায়কারীও মানুষ সন্তান মাতার,
আমিত্ব, জিগীষা, লিপ্সা, প্রবল বাসনা
পাপের পথে নিয়ে যে করিছে হীনমনা।
যা কিছু পেয়েছি আমি সেটাই অনেক,
তবে কেন লিপ্সা মোর হাজার কয়েক?
লোভ আনে তো কামনা কামনায় ধ্বংস
পাপী তুমি, নও তুমি মানুষের বংশ।
দায় কি পাপীর শুধু ? দায় তো সবার,
পাপাচারি, পাপকারীও সন্তান পিতার
পরিবার, জ্ঞাতি, গোষ্ঠী যেই যেথা রও
আদরের পুত্তলিরে মানুষ করাও।
পাপ, অন্যায়, বিবেক আর নীতি শিক্ষা
দিতে হবে তার কানে মন্ত্রময় দীক্ষা,
পিতা-মাতা লোভী হলে লোভীও সন্তান
লোভ থেকে ধ্বংস-নাশ থাকবে না তো যান।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৮+৬
লয় - ধীর
ছন্দের নাম -অক্ষরবৃত্ত