এসেছে হেমন্ত        করেছে জীবন্ত
        পল্লির ঐ ঘরে ঘরে,
নতুন ধানের        খুশির গানের
       বার্তা আজ থরে থরে।

কৃষকের চোখে       কৃষাণীর মুখে
         ফুটেছে আশার বান,
মাঠেতে রয়েছে      ঘরেতে এনেছে
           নতুন এষার ধান।

আনন্দের ঋতু      উৎসবের ঋতু
     এনেছে প্রাণেতে আশা,
অনাগত স্বপ্ন       করিয়াছে মগ্ন
    চোখেতে জেগেছে ভাষা।

ভরসার গান       আনে নব ধান
      হৃদয় ভরে আনন্দে,
ধানের সওগাত    হর্ষের সংবাদ
      এসেছে ফের হেমন্তে।

পায়েস, চিড়ের       ও পিঠাপুলির
       আয়োজন ঘরে ঘরে,
অভাব কেটেছে      ফসল তুলেছে
       সোনা সম থরে থরে।

খেজুর রসের        নূতন গুড়ের
       সাথে আছে খই,দই
বসিয়াছে মেলা      নবান্নের মেলা
      পল্লি জুড়ে রই রই।  

নবান্ন উৎসব        তুলিয়াছে রব
     সমস্ত গ্রামবাংলা ভরে,
হাসি আর গানে     প্রীতির বাঁধনে
     বাঁধিল সুখের ডোরে।