অল্পের ভুলে ধরা জরজর
ভয়ে মোরা সবে করি থরথর,
ঝরেছে তো প্রাণ করে ঝরঝর
বিষাদ অশ্রু ঝরে দরদর।
জাগতিক লোভে একদল মোরা
অন্যায় করি হয়ে জ্ঞানহারা,
হয়েছ তো ভুল তাই তার ফল
হরে নিল প্রাণ বিষ হলাহল।
মৃত্যু ও ক্ষুধা পিছে পিছে রয়
বেঁচে আছি যারা পাই শুধু ভয়,
মূর্খের ভুলে ধরা যায় কেঁদে
মনে আসে ক্ষোভ পিঞ্জর ভেদে।
অজ্ঞ যে মোরা বুঝি না তো ভালো
মোদের মনেতে জ্বেলে দাও আলো,
মূর্খতা কেড়ে দাও আলো দাও
জ্ঞান দীপশিখা প্রাণেতে জাগাও।
সম্মুখে শুধু ভীষণ পাথার
তুমি বিনে আর নাহি কেহ আর,
কৃপা কর ধাতা ওগো দয়াময়
জাগাও আশা হে বিশ্বসভায়
কৃপাময় তুমি করুণাময় হে,
তব ইশারায় জগৎ যে বহে,
ক্ষমা কর ভূমা সব অপরাধ
হরে নাও তুমি মোদের বিষাদ।
(মাত্রাবৃত্ত ছন্দ,৬ মাত্রার)