শুভ্র অঙ্গে গৈরিক বসন
ঝরা শিউলিতে ভরায় নয়ন,
বৃক্ষ শাখেতে থাকে সে যখন
লাবণ্য তার করে না চেতন।

পারিজাত নাম স্বর্গ বাগানে
শেফালি, শিউলি ভবলোক ভূমে,
ছয় পাপড়ির রাতে ফোটা ফুল,
রূপসি ঋতুর কর্ণেরই দুল।

লালচে, কমলা অঙ্গের ছটা
নয়ন ভরায় জাফরানি বোঁটা,
দিবা অবসানে প্রাণ ফিরে পায়
মায়াবী আবেশে সুবাশ ছড়ায়।

রবি মুখখানি না দেখিয়া হায়!
শিশির সিক্ত শেজেতে লুটায়।
অশ্রুর সম ঝরে পড়ে হায়!
নিছনি’ প্রতীক মাটিতে লুটায়।

ঝরা ফুল মাঝে বিষণ্নভাবে
দুঃখের তরু দাঁড়িয়ে নীরবে,
দিনের আলোতে ম্লান হয়ে যায়।
ঝরা ফুল মাঝে দাঁড়িয়ে সে রয়।

নীরব ব্যর্থ প্রেমের চিহ্ন,
ধরাতল বুকে দুখের চিহ্ন,
মৃন্ময় শেজে সন্ন্যাসী বেশে
আত্মহুতি যে নিশীথিনী শেষে।


বি.দ্র. স্তবক - চার চরণের
       চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
       পর্ব - ৬+৬
       লয় - মধ্যম
       ছন্দের নাম -মাত্রাবৃত্ত