সরষে ফুলে প্রাণ জেগেছে
হলুদ আভার বান ডেকেছে,
সবুজ পাতার হলুদ কুসুম,
চারটা পাপড়ির সরষে প্রসূন।
খুব ভোরেতে নিহারবিন্দু
মনে হবে ভালে ইন্দু,
কুয়াশা হয় মসলিন শাড়ি,
পরে থাকে হলুদ পরি।
ঘোমটা খোলে ভানুর ডাকে
শিশির গয়না শাখে শাখে,
মুক্ত সম শিশির কণায়
ঝরে পড়ে রোদ বিছানায়।
হলুদ আভার কাঁচা সোনা,
ঝিকিমিকি রোদের কণা।
শীতল হাওয়ায় পাপড়ির ঐ দল,
হাসে যেন তারা খলখল।
দুপুর বেলা রাজকনেদের
আসর বসে গা হলুদের,
প্রজা এসে মিলিত হয়,
হলুদ দেবে শাজাদির গায়।
প্রজাপতি আর মৌমাছি
পতঙ্গ ও নীল রং পাখি
প্রজা হয়ে ছোটাছুটি,
হলুদ দেবে বেঁধে জুটি।
কনে দেখা আলোর বেলায়
সাজ সাজ রব ঐ সরষে মেলায়।
মিষ্টি হাওয়ায় সোনার সে দুল,
কী অপরূপ সরষে ফুল!
রিক্ত শীতে রঙের মেলা
প্রাণ জাগে ঐ সাঁঝের বেলা,
শিশিরদল যে ফিরে আসে,
ফুলে ফুলে জমে বসে।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৪+৪
লয় - দ্রুত
ছন্দের নাম- স্বরবৃত্ত