পশ্চিমের রবি         যেন এক ছবি
         সোনার থালাটা সম,
নিভু নিভু হয়        বিদায় বেলায়
         তেলহীন প্রদীপ সম।

সোনা রাঙা আভা       অপরূপ শোভা
          কী যে মায়াময় ছবি!
কোমল বাতাস         ফেলে যায় শ্বাস
          আঁখি ঢুলু ঢুলু রবি।

কনক রোশন         হয়েছে বসন
       পাকা ধান খেত জুড়ে,
সোনার প্রতিমা        লাজুক জড়িমা
       দাঁড়িয়ে দিগন্ত জুড়ে।

খেতে খেতে ধান        সোনা মাখা ধান
       ঘোমটা দিয়াছে টানি,
ফসলে ফসলে        দিয়েছে ভরিয়ে
         হেমন্ত দানের রানি।

বাতাসে বাতাসে          ধানের সুবাসে
         আকুল করে যে হিয়া,
কৃষক তখন            কাটিতেছে ধান
        নিজ মন প্রাণ দিয়া।  

কাঁধেতে বাখারি         ফিরিতেছে চাষি
         সোনার ফসল নিয়ে,
শুরু হবে দিন          আগামির দিন
         নবান্ন উৎসব দিয়ে।

কুলোর বাতাসে         কৃষাণী ঝাড়িছে
         সোনা মাখা ধান মেলা,
মনোহর বেশ        রেখে যায় রেশ
          হেমন্তের শেষ বেলা।