মনের মধ্যে ঈর্ষার বাস,
আমি থাকি হয়ে তাহারই দাস।
হিংসা,অসূয়া, রিষ হয়েও সে
নিত্য নিতুই রাখে মোরে বশে।
তারই কারণে সর্বদা মন,
পরকে তুলনা করে অকারণ,
নিজেরে উঁচুতে রেখে সুখ পায়,
ভালোরে সে ভালো বলিতে না দেয়।
যোগ্য কাজের করি না সুযশ,
মনের মধ্যে ঈর্ষার বাস।
গাই তার যশ মতের যে জন,
বিমতের হলে সু হয় দোষণ।
কী যেন সে বাধা হয়ে থাকে তাহা,
ভালো না হলেও বলে ওঠে আহা!
যোগ্য জনকে করতে হেলন,
অযোগ্য জনে করি যে তোষণ।
অন্ধ মোহেতে সাধু সাধু গাই,
নাহি করি ভালো মন্দ যাচাই,
মনে মনে যারে অপ্রিয় ভাবি,
ভালো যে লাগে না তাহার সবই।
উপকার পেয়ে তারে ভুলে যাই,
দেখিয়াও তারে না চিনিতে চাই,
ঈর্ষা ঠিক তো বলব না তাহা,
কেমন যেন তা দেয় শুধু বাধা।
বি.দ্র. স্তবক - চার চরণের
চরণ - দুই পর্বের,চরণগুলো মিত্রাক্ষর
পর্ব - ৬+৬
লয় -মধ্যম
ছন্দের নাম - মাত্রাবৃত্ত