দিকে দিকে দেখি বিজয় কেতন
মাথা উঁচু তার বীরের মতন,
সারি সারি হয়ে রয়েছে দাঁড়ায়ে
যেতে চায় তারা আকাশ ছাড়ায়ে।
লাল ও সবুজে বর্ণিল সাজে
ঢেউ তোলে যেন হৃদয়ের মাঝে,
আবেগেতে মাখা ভাষাহীন কথা,
পুলকের সাথে জাগায় যে ব্যথা।
রক্ত, অশ্রু, যাতন, বেদন
জন্ম দিয়েছে বিজয় কেতন।
লক্ষ মায়ের কোল খালি করে
এসেছে বিজয় ঐ একাত্তরে।
তাদের কাছেই চিরঋণী মোরা,
দেশ তরে যারা সন্তান হারা,
পঙ্গু সে বীর আজ অসহায়,
দেশবাসী কেন হয় না সহায়?
এবে দেশ মাঝে কত ভেদাভেদ,
বীর সেনাদল চায়নি তো ভেদ।
কেউ কেউ বলে ধর্মের কথা,
করে বিভাজন ভুলতে সে ব্যথা।
দিনে দিনে হলো পঞ্চাশ সন,
পূরণ হয়নি বীরের সে পণ,
যাবে কি বৃথা বীরের রক্ত?
ন্যায়ের শাসন হবে কি পোক্ত?