সমস্ত অহংকার মুছে দাও
শুধুমাত্র অশ্রুবিন্দু ছাড়া
ঐ জলকণায় মিশে আছে
আবেগ আর্দ্রতা
যা দিয়ে শব্দবন্ধনে রাখি
সমর্পণ আলেখ্য লিপি

উন্মাদ অঙ্গুলী ভেদ করে
বায়ু আস্তরণ
মুদ্রায় জমে থাকে
চঞ্চল হৃদয় নির্যাস
সেখানে গভীর রাত
একমাত্র
দেয় শীত প্রলেপ,
আনে অলক শান্তি

দেনাপাওনা  
মিটিয়ে এলাম এইমাত্র
হাতের পাতায়
লেগে থাকা
ছিটেফোঁটা তিক্ত,
উচ্ছিষ্ট দাগগুলো
এইবার মুছে নেব
ঘাস শীষে
মেঘ বাষ্পে হিম স্পর্শ
শরীর কোষ ভেদ করে...
শিরা উপশিরায়
ছড়ায় তরল আমেজ
আহা, কি আনন্দ
ধমনী জুড়ে  
এবার ফিরতে হবে
অন্য উপত্যকায় ।