অন্ধকার
বুড়ো ঐ চাঁদ
বিলীন
শরীরে শরীর -
নোনা স্বাদ,
জিভ অনুপান
অনন্ত গভীর....
যোগমায়া জানু
পেতে রাতছায়া
ওষ্ঠে হিম কণা,
ধমনী ভিতর
স্রোত ঝরনা
কম্পন যাতনা...
অন্তিমে জমা
শীত শিহরণ
শুষ্ক ধারাপথ-
রেখা চিহ্নে
নীরবিন্দু
ছিন্ন মেঘশরৎ ...
ঘরকোণে আলো
বিন্দু নিশান
উষ্ণতা পায় পাপ,
অবশ সন্ধ্যা
নীল ঘনছায়া
সন্তোষে উত্তাপ-
এখন হব কি
আত্মঘাতক
শয্যা আগুন পীড়ক,
স্মৃতি বলয়
ভাঙ্গে রঙছবি
ভগ্ন অন্তলোক ।