অন্ধকার বুড়ো ঐ চাঁদ
বিলীন শরীরে শরীর
নোনা স্বাদ জিভ অনুপান
অনন্ত গভীর
যোগমায়া জানু পেতে রাতছায়া
ওষ্ঠে হিমকণা
ধমনী ভিতর স্রোত ঝরনা
কম্পন যাতনা
অন্তিমে জমা শীত শিহরণ
শুষ্ক ধারাপথ
রেখা চিহ্নে নীরবিন্দু
ছিন্ন মেঘ শরৎ
ঘরকোণে আলোবিন্দু নিশান
উষ্ণতা পায় পাপ
অবশ সন্ধ্যা নীল ঘনছায়া
সন্তোষে উত্তাপ
এখন হব কি আত্মঘাতক
শয্যা আগুন পীড়ক
স্মৃতি বলয় ভাঙ্গে রঙছবি
ভগ্ন অন্তলোক।