আলোর পাখি ওড়ে
পাখায় তার সময়ের ঢেউ
বিস্তৃত পালকের ফাঁকে রামধনু
রঙের মায়াতটে স্বপ্নের আঁকিবুকি.......
সেই ধান শীষের চর ,
নয়নজুলির মায়াভূমি
জলকাটা হাঁস ,মোরগ পাখির
লালা ঝুঁটি ডাক
প্রিয় ফুল পাপড়ি খোলে ..
প্রদোষকাল গ্রানাইট মেঝেয়
টুকরো হয়ে গড়িয়ে যায়
জানলায় বন্দী ,টবে হাসনুহানা
জলদাগ শরীর বেয়ে নেমে আসে
কখন ও অশ্রু ছিল চিবুক ছুঁয়ে
অথবা গানপাখির চঞ্চু-পরশ
টুকরো খোলা মাটিতে
শেওলা রেখা
মধুমাস জমে থাকে তার গভীরে
ভারী পর্দার আবর্তন শুভেচ্ছা জানায়
জানাতেই থাকে শীতল বায়ুখেলায়
চেনা সুর ভেসে আসে
গাড়ি পার্কিংয়ের আওয়াজ ,
এল.ই.ডি-র গাঢ় নীল আলোয়
স্বপ্নময় মানুষী আনাগোনা
কখনো ভয়ংকর ,কখনো ভৌতিক
নিষ্পাপ ছিল কি কখনো ?
নেশাতুর মানব এক প্রশ্ন করে
নির্মেদ ল্যাম্পপোস্টকে,
ঝাঁপিয়ে পড়া আলোকস্তম্ভে
তির্যক পাশবিক ছায়া হেঁটে যায় ।।