বই আছে,
পাঁজি পুঁথি ভুজপাতা লেখনী
শাক ভাজা ,বেগুন পোড়া
জলভাত
সাথী পিঁয়াজফালি

মই আছে,
খর ,গোয়ালমাটি
ধূপধোঁয়া ,শাঁখধ্বনি সন্ধ্যা
পাঁচালির খাতা

ছই আছে,
ওঠানামা কাঠচাকা
ঘন্টি বাজা বলদের ঘাড়
টানে গাড়ি
নীচে দোল খায় লম্ফ
রাতকাটা আগুন ফোঁটা

খই আছে,
ধানফাটা কাঁটা বোনা
শ্বেত কারুকাজ
ধামা-চাপা মুড়কি ,তিলনাড়ু
কাদাখোচা পুকুর ঘাট
বাসিভাত মুখে মাছ
মাটিজলে আলপনা আঁকে

দই আছে,
ঘরে পাতা ,চাক ভাঙ্গা
মধু মাখা ঠোঁট
জ্বাল হয় চিনি সিরা ,
ভোর নামা গাছরস
আলপথ ভারী হয়
গোধূলি ছায়া,
দলছুট মানুষ ভিড়ে।।